শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

নলডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীতে গোসল করতে নেমে লিভা রাণী নামের এক বৃদ্ধা নিখোঁজের প্রায় সাড়ে তিন ঘন্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার ভূষনগাছা এলাকার বারনই নদীতে ঐ বৃদ্ধার মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে। নিহত নিভা রাণী (৭৫) ওই গ্রামের শ্রী লক্ষনচন্দ্র সূত্রধরের স্ত্রী।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দুপুরে উপজেলার বাঁশিলা ইসলাপাড়া গ্রামের লিভা রাণী (৭৫) গোসল করতে বাড়ির পাশে বারনই নদীতে নামে। এসময় নিভা রাণী বারনই নদীর পানির স্রোতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও স্থানীয়রা উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে একদল ডুবুরী এসে নিখোঁজের খোঁজে উদ্ধার অভিযান শুরু করে।

দুপুর ২টার দিকে নিখোঁজ হওয়া নিভা রাণীর মরদেহ প্রায় সাড়ে তিন ঘন্টা পর আনুমানিক তিন কিলোমিটার দূরে উপজেলার ভূষণগাছা এলাকার বারনই নদীতে ভেসে ওঠে। এলাকাবাসী মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে। কে উদ্ধার করতে বিকাল ৫টার দিকে রাজশাহী থেকে ডুবুরী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকারী ডুবুরী দল খোঁজ শুরু করলেও তার অনেক আগেই প্রচন্ড স্রোতে নিভা রাণীর মরদেহ তিন কিলোমিটার দূরে গিয়ে ভেসে উঠেছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …