সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় তুচ্ছ কারণে এক যুবতীকে কুপিয়ে রক্তাক্ত জখম

নলডাঙ্গায় তুচ্ছ কারণে এক যুবতীকে কুপিয়ে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিবেদক. নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় তুচ্ছ ঘটনায় আইমন খাতুন নামের এক যুবতীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহত আইমন খাতুন (২৭) কে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার হলুদঘর বাজারে এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার শেখপাড়া গ্রামের ঘর জামাই মুক্তার হোসেনের স্ত্রী মোসলে ও তার ছোট বোন আইমন খাতুন পারিবারিক বিষয় কথা বলছিল। এসময় প্রতিবেশি ব্রহ্মপুর ইউপি সদস্য আফজাল হোসেনের স্ত্রী নাহার বানু তাদের মধ্যে কথা বলতে আসলে দুই বোন মোসলে ও তার ছোট বোন আইমন নাহার বানুকে বাড়ি থেকে চলে যেতে বলে। এ নিয়ে দুই পরিবাারের মধ্যে কথাকাটির এক পর্যায়ে সন্ধ্যায় আইমন কে কুপিয়ে জখম করে ইউপি সদস্য আফজাল হোসেন ও তার তিন ছেলে। আহত আইমন কে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

নলডাঙ্গা থানার ওসি তদন্ত উজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …