সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদর্ত্তীণ ঔষদ বিক্রির দায়ে বাজার তদারকি অভিযানে দুটি কারখানা ও একটি ফ্যার্মেসীর ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার নলডাঙ্গা বিভিন্ন এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এ অভিযানের নেতৃত্ব দেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম জানান,নিয়মিত বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে উপজেলার সোনাপাতিল গ্রামের রবিনের চানাচুর কারখানার ১৫ হাজার টাকা,আবিদা বেকারির মালিক আকতার হোসেনের ৫ হাজার টাকা ও মেয়াদর্ত্তীণ ঔষদ রাখার দায়ে মেসার্স হাজি ফ্যার্মেসীর এনামুল হকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …