রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুবাই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নলডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দুবাই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লিলি বেগম নামের দুবাই প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে রেল লাইনের উপর চিলাহাটি হতে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনের নিচে ঝাঁপ দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিলি বেগম (৩৫)রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামের দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
নলডাঙ্গা রেলওয়ে স্টেশন মাষ্টার সুব্রত কুমার ও এলাকাবাসী জানায়,শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের দক্ষিণে দুবাই প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী লিলি চিলাহার্টি হতে খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। নিহত লিলি বেগম সকাল থেকে নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। রাজশাাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউপি সদস্য শামসুল ইসলাম মৃতদেহ শনাক্ত করে জানান, নিহত লিলির স্বামী সিদ্দিকুর রহমান ৬ মাস আগে জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই যায়। তাদের এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার চলছিল।তবে সে শারিরিকভাবে অসুস্থ্ ছিল।পরে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ এসে মরদেহউদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *