রবিবার , জানুয়ারি ৫ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নলডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর হিন্দু পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪জানুয়ারি) আনুমানিক রাত ১১টায় নিজ সয়নকক্ষে ঘরের তীরের সঙ্গে কাপড় পেঁচিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত অপুর্ব প্রামানিক (২০) ওই গ্রামের মোহন প্রামানিকের ছেলে। সে মাধনগর ডিগ্রী কলেজে ইন্টারমিডিয়েটের ছাত্র ছিল। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাবা মা উভয়েই চাকরির কারণে রংপুর থাকেন। সে কারনে অপূব প্রামানিক দাদা দাদির সঙ্গে বসবাস করতেন। এবং পার্শ্ববর্তী গ্রামের একটি মেয়ের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে বাড়িতে প্রস্তাব দিলে পরিবারের সদস্যরা বিয়ে দিতে রাজি হয় না ।এতে করেই মূলত আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে। রাতেই পুলিশ খরব পেয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নলডাঙ্গা থানার ওসি তদন্ত আকবর আলী বলেন, কলেজ ছাত্র ঘুমের বড়ি ও নেশা জাতীয় দ্রব্য সেবন করতো। পরিবার তার প্রেমিকার সাথে বিয়ে দিতে রাজি না থাকায় আত্মহত্যা করছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়

আরও দেখুন

উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে নাটোরের নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল গত ২০২৩ সালে ২২ ডিসেম্বর …