রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

নলডাঙ্গায় খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গার ব্রহ্মপুর সরকুতিয়া পূর্বপাড়া গ্রামের একটি খাল থেকে মিলন হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিলন হোসেন একই গ্রামের জেকের আলী সরদারের ছেলে।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার (৫ সেপ্টেম্বর) রাত ১ টায় সরকুতিয়া ফুটানিগঞ্জ বাজারে প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য ঐ যুবক ও কিছু বন্ধু মিলে অপেক্ষা করে। কিন্তু রাত ১২টার দিকে তারা বাজার থেকে আধা কিলোমিটার দূরে কান্দর ব্রিজে আড্ডা দেয়ার সময় ঐ যুবক হঠাৎ করে পানিতে পড়ে যায়। তার সাথে থাকা বন্ধুরা পানিতে খোঁজাখুঁজির চেষ্টা করে। পরে ভোর ৪টার দিকে যুবকের মরদেহ দেখতে পেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর রাত ১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। এবং ভোর ৪টার দিকে মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয় ।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …