রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / নলডাঙ্গায় কোরবানির ছাগলের হাট জমে উঠলেও ক্রেতা কম থাকায় বিক্রি বাড়েনি

নলডাঙ্গায় কোরবানির ছাগলের হাট জমে উঠলেও ক্রেতা কম থাকায় বিক্রি বাড়েনি

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা কোরবানীর খাসীর হাট জমে উঠলেও ক্রেতা ও পাইকার কম থাকায় বিক্রি বাড়েনি। ফলে হাটে বিক্রির জন্য আনা শত শত কোরবানীর খাসি ফেরত নিয়ে যেতে বাধ্য হয়েছে খামারীরা।

শনিবার সাপ্তাহিক এ হাটে বিক্রির জন্য পাঁচ থেকে ছয়শত কোরবানীর ছোট বড় ও মাঝারী সাইজের খাসী তোলা হলেও বিক্রি হয়েছে মাত্র দুই থেকে আড়াইশত খাসি এবং গত মঙ্গলবার হাটে মাত্র একশত খাসী বিক্রি হয়েছে বলে জানিয়েছেন হাট ইজারদার। আবার কোরবানীর এ হাটে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচার প্রচারনা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেনা অনেকেই। মাস্ক ছাড়া ও সামাজিক দুরত্ব না মেনে ঘুরছেন ক্রেতা বিক্রেতারা। আবার কোরবানীর ছাগলের অতিরিক্তি খাজনা আদায় করার দায়ে হাট ইজারদারের এক হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সরেজমিন নলডাঙ্গা কোরবানীর ছাগলের হাট ঘুরে দেখা যায়, হাটে প্রচুর লোকজনের ভীড়। কোথাও স্থাস্থ্যবিধি মানা হচ্ছে না। হাটে বিক্রির জন্য পাঁচ থেকে ছয় শতাধিক কোরবানীর ছাগল তোলা হয়েছে। হাটে প্রচুর লোকে ভীড় থাকলেও সেই অনুযায়ী বিক্রি হচ্ছে না। একদিকে করোনা অন্যদিকে এবারের বন্যায় বাড়িঘর, ফসল ও পুকুর ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে সাধারন মানুষের মধ্যে এবার কোরবানী ঈদের আনন্দ নেই।

এছাড়া রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার পাইকাররা না আসায় ছাগল বিক্রি বাড়ছে না। বারঘরিয়ার আফজাল বিক্রির জন্য দুটি ছাগল এনেছেন। তিনি জানালেন যে খাসী গত বছর ১৬-১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে সেই সাইজের খাসী এখন ১০-১২ হাজার টাকা দাম বলছে।

বজলুর রশিদ জানান,এবার বন্যার পানি যে হারে বাড়ছে তাতে আমাদের পরিবার নিয়ে অন্যত্র আশ্রায় নিতে হবে। এ জন্য বাজারে যে দাম হোক কোরবানীর ছাগল বিক্রি করতেই হবে।

শাখাঁড়ীপাড়ার রফাত আলী জানান, বাজারে অনেক লোকে ভীড় থাকলেও ক্রেতা ও পাইকার কম তাই ভালো দাম বলছে না। তাই খাসী বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে।

ক্রেতা সাইদুর রহমান অভিযোগ করে বলেন, এ হাটে ক্রেতা পাইকারের চেয়ে দালালের সংখ্যা বেশি। কোরবানীর ছাগলের দাম কম হলেও সে সুবিধা সাধারণ ক্রেতারা পাচ্ছে না। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করতে হাট পরিদর্শনে আসেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন।

এ সময় কোরবানীর খাসির খাজনা বেশি নেওয়ার অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তিনি হাট ইজারদারের এক হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া হাটে কোরবানীর ছাগল অসুস্থ্য হলে তা চিকিৎসা দিতে পশু সম্পদ অধিদপ্তরের চিকিৎসক ও জাল টাকা শনাক্ত করতে ব্যাংকের জাল টাকা শনাক্ত মেশিন বসানো হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …