নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা দরে সরকারিভাবে ধান সংগ্রহে লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন।পৌরসভায় ১০১ জন কৃষকের আবেদন করলে লটারী করে সরাকারি বরাদ্দ অনুযায়ী ৬৪ জন কৃষক এক টন করে ধান সরাবরাহ করার স্লীপ পায়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাউছার,উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
তবে বাজারে মোটা জাতের ধানের দাম এবার বেশি থাকায় কৃষকদের সরকারের কাছে ধান বিক্রিতে সাড়া মিলছে কম বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রওশানুল কাউছার। তিনি জানান, এবার নলডাঙ্গা উপজেলায় দুই ধাপে সরকারিভাবে ১ হাজার ৬০৯ টন বোরো ধান সংগ্রহের বরাদ্দ থাকলেও এর বিপরীতে কৃষকদের আবেদন জমা পড়েছে মাত্র ১ হাজার ৩৯০ টি।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …