নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
করোনা প্রতিরোধে নাটোরের নলডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মেনে ঈদ বাজারে বেচাকেনা করার দায়ে ৭ দোকান মালিকের সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।রোববার সকালে উপজেলার নলডাঙ্গা বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাকিব-আল-রাব্বি অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাকিব-আল-রাব্বি জানান,আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন দোকান মালিক স্বাস্থ্যবিধি না মেনে ঈদের বেচাকেনা করায় করোনা ভাইরাস সংক্রামণ রোধে অভিযান পরিচালনা করা হয়।এসময় নলডাঙ্গা বাজারের কাপড় দোকানসহ ৭টি দোকান মালিকের সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …