সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নলডাঙ্গায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম পর্বে কর্মসূচি হিসেবে জাতীয় পতাকা উত্তলন ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ উক্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন এবং দলীয় নেত্রীবৃন্দদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনগণ  জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবার সহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা সহ সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকুসহ আ’লীগ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …