বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হারে পরিবর্তন

নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হারে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদ্যালয়ে গড় পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ। এবার উপজেলায় মোট ২৮ টি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৩২ জন,পাস করেছে ১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। বিদ্যালয়ে গড় পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ১১১ জন শিক্ষার্থী। আর ১৩ টি মাদ্রসায় মোট পরীক্ষার্থী ছিল ৩৭৪ জন, পাস করেছে ৩১৭ জন। মাদ্রাসায় গড় পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন শিক্ষার্থী।
এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এগিয়ে রয়েছে বাসুদেবপুর শ্রীশ্র চন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা সেরা হয়েছে। নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আনছারী এসব তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া …