শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হারে পরিবর্তন

নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হারে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নাটোরের নলডাঙ্গায় এসএসসি ও সমমানের পরীক্ষায় বিদ্যালয়ে গড় পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ। এবার উপজেলায় মোট ২৮ টি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৩২ জন,পাস করেছে ১ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী। বিদ্যালয়ে গড় পাসের হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্যে মোট জিপিএ-৫ পেয়েছে ১১১ জন শিক্ষার্থী। আর ১৩ টি মাদ্রসায় মোট পরীক্ষার্থী ছিল ৩৭৪ জন, পাস করেছে ৩১৭ জন। মাদ্রাসায় গড় পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ।এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন শিক্ষার্থী।
এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে এগিয়ে রয়েছে বাসুদেবপুর শ্রীশ্র চন্দ্র বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে মোট ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা সেরা হয়েছে। নলডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আনছারী এসব তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …