সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ১জনের আত্মহত্যা!

নলডাঙ্গায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ১জনের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় লাবু হোসেন(২৮) নামের এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় লাবু তার নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লাবু নলডাঙ্গার আব্দুস শুকুরের ছেলে। সে কখনও রাজমিস্ত্রি, কখনও চা দোকান কখনও দিনমজুর ইত্যাদি নানাবিধ পেশায় নিয়োজিত ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাবুর সাথে লাবুর স্ত্রীর বনিবনা হচ্ছিল না। কিছুদিন আগে ঝগড়া-অশান্তির পর লাবুর স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়। সে সময় লাবুর স্ত্রী সন্তান সম্ভবা ছিল বলে জানা যায়। কিন্তু বাবার বাড়ি যাওয়ার পর লাবু জানতে পারে তার শ্বশুর বাড়ির লোকজন ভুল বুঝিয়ে তার স্ত্রীর গর্ভের সন্তান নষ্ট করে। দরিদ্র বাবা মা, ভাই বোনসহ অভাবের সংসারের নানান অসংগতি লাবু সহ্য করতে পারে না।

এলাকাবাসীর মুখ থেকে জানা যায়, কয়েকদিন আগেও লাবু তার পরিবারের সদস্যদের কাছে অনুরোধ করে তার স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। কিন্তু লাবুর পরিবার কি ব্যবস্থা নিবে তা বুঝে উঠতে পারেনা। এসব নিয়ে প্রায়ই মানসিক চাপ ও অস্থিরতার মধ্যে থাকতো লাবু। কোন উপায়ান্তর না পেয়ে দুঃখে-অভিমানে লাবু আত্মহত্যার মতো এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নারদ বার্তাকে জানান, লাবু তার স্ত্রীকে খুবই ভালবাসতো এবং তাকে ফিরে পেতে চাইতো বলে আমরা জেনেছি। স্ত্রীকে না পেয়ে এবং অভাব অনটনের জন্য লাবু আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমাদের ধারণা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …