রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় অগ্নিকান্ডে মাদ্রাসার ঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

নলডাঙ্গায় অগ্নিকান্ডে মাদ্রাসার ঘর পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে একটি হাফেজিয়া মাদ্রাসার ৫ টি টিনের ঘর পুড়ে ছাই হয়েছে।এতে মাদ্রাসার শিক্ষার্থীদের সারাবছরের জন্য সংরক্ষণ করা ধান চালসহ আসবারপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঙ্গাল খলসী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।কিভাবে আগুন লাগে তা সঠিকভাবে জানাতে না পারলেও বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ঈদের ছুটিতে মাদ্রসা বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,বুধবার দুপুর আড়াইটার দিকে নলডাঙ্গা উপজেলার বাঙ্গাল খলসী মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হঠাৎ আগুন লেগে চারদিক দ্রæত ছড়িয়ে পড়ে।স্থানীয় এলাকাবাসী ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে।এর মধ্যে আগুনে মাদ্রাসার ৫টি ঘরের টিন, ঘরের আসবারপত্র,শিক্ষার্থীদের সারাবছরের সংরক্ষণ করা ধান চাল পেঁয়াজ, বই পত্র পুড়ে ছাই হয়।তবে কোরআন শরীফ অক্ষত ছিল।অগ্নিাকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান ইউএনও আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু।হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান,বৈদ্যর্তিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি টিনের ঘরের সব আসবারপত্র বইপত্র ও শিক্ষার্থীদের জন্য সারাবছরের সংরক্ষণ করা ধান চাল ও পেঁয়াজ পুড়ে যায়।এতে ৫ লক্ষ টাকার বা তার বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন।ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান,আমি অগ্নিকান্ডের ঘটনা জানার পর সেখানে গিয়ে দেখেছি।ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় সরকারী সহায়তা দেওয়া হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *