শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে কৃষকের বসতবাড়ি পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে জুড়ান নামের এক কৃষকের বসতবাড়ির তিনটি ঘরের ধানসহ আসবাবপত্র পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বাসুদেবপুর উত্তর পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে। আগুন কিভাবে লেগেছে তা জানা না গেলেও রান্না ঘরের চুলা থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার বাসুদেবপুর উত্তর পাড়া গ্রামের কৃষক জুড়ান আলীর বাড়িতে আগুন লেগে মহুর্তের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করে। এ সময় তিনটি ঘরে থাকা নগট টাকা, রক্ষিত ধানসহ আসবারপত্র পুড়ে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। রান্না ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে দুই মুরগি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : নাটোরের দুই মুরগি বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক …