সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত মাধনগর ডিগ্রী কলেজ মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়ানোর মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি। খারাপ আবহাওয়ার মধ্যেও বৃষ্টি উপেক্ষা করে স্বতস্ফুর্ত ভাবে বিভিন্ন ওয়ার্ড থেকে দলের কয়েক হাজার নেতা-কর্মী দলে দলে এসে সম্মেলনে যোগ দেয়। এতে দলীয় নেতা কর্মীদের স্বতফুর্ত অংশগ্রহন আর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্মেলনটি মাধনগর ইউনিয়নের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে। পরে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। মাধনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি। প্রধান অতিথি বলেন ” ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা নেতৃত্বে আসবে তাদের আবশ্যই দেশপ্রেমিক হতে হবে। আর কোন মাস্তান,সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, রাস্ট্রদ্রোহী, রাজাকার পরিবারের সন্তান কেউ নেতৃত্বে আসবে না, যদি অজান্তে এসেও যায় তাহলে পরে কমিটি থেকে বাদ দেওয়া হবে”। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জজ কোর্টের পিপি এ্যাডঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মালেক শেখ, দপ্তর সম্পাদক শ্রী দিলীপ কুমার দাস, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইয়াকুব আলী, সহ-সভাপতি মুশফিকুর রহমান, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ,আমিনুল ইসলাম হাদু, যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নকুল, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আঞ্জুয়ারা পারভীন রত্না,মাধনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ সহ অন্যান্যে নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নলডাঙ্গা  উপজেলা আওয়ামী লীগ সাধরণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি নির্বাচিত করা হয়। ইউনিয়ন কমিটিতে আমজাদ হোসেন দেওয়ানকে সভাপতি ও আফজাল হোসেন মৃধাকে সাধারণ সম্পাদক করে পুনরায় ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নির্বাচিত করা হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *