নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: নলডাঙ্গার মাধনগরে সঙ্গনিরোধ মেনে না চলায় ৪ জনকে ১১০০ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল রাব্বি। শুক্রবার সকালে তিনি পাটুল, খাজুরা ও মাধনগর বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিভিন্ন স্থানে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা জন্য সবাই কে বলা হয়। এ সময় মাধনগর বাজারে সরকারি আদেশ অমান্য করায় ও সঙ্গনিরোধ মেনে না চলায় ৪ জনকে ১১০০ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে নাটোর জেলায় ১৯ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছেন। সংগনিরোধ, বাজারে জমায়েত হওয়া, আড্ডা দেয়া লোকজনকে ঘরে থাকতে অনুরোধ করা সহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এসময় তিনি সকলকে সরকারি আদেশ মনার জন্য অনুরোধ করেন।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …