শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গার মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করলেন জেলা প্রশাসক

নলডাঙ্গার মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নলডাঙ্গা উপজেলা উপজেলার হালতি বিলের নৌকার মাঝি ও যাত্রীদের নিরাপত্তার জন্য ৬০ টি লাইফ জ্যাকেট বিতরণ করা হয়। বুধবার বিকেলে এই জ্যাকেট বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জ্যাকেট বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বি, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান শফিক প্রমুখ।

লাইফ জ্যাকেট বিতরণকালে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ সকল মাঝিদের নৌকায় পর্যাপ্ত পরিমান লাইফ জ্যাকেট, বয়া, নিরাপত্তা সামগ্রী ও আলোর ব্যবস্থা রাখার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত মাসে রাজশাহী থেকে হালতি বিলে বেড়াতে এসে নৌকা থেকে পড়ে গিয়ে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজ হন এবং তিন দিন পরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

হালতি বিলের সকল নৌকায় পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারে তার জন্যই জেলা প্রশাসকের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

আরও দেখুন

নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …