নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকদের উপস্থিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ব্রহ্মপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল মোল্লার সভাপতিত্বে বক্তারা বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে সন্তান একটি অমূল্য সম্পদ। তাই একজন মা তার সন্তানের জন্য সকল ত্যাগ, তিতিক্ষা ও কষ্ট স্বীকার করে। তাই একজন মা সন্তানের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, একজন মা তার সন্তানের জন্য ইহকাল পরকাল।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল জব্বারের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, সাবেক সহকারি কর কর্মকতা হাফিজুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নীরেন্দ্রনাথ সরকার, আমজাদ হোসেনসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …