সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে ৬১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে ৬১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: 
২০২৩-২০২৪ অর্থ বছরের নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের ৬১ লক্ষ ৬ হাজার ১৫২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু এ বাজেট ঘোষণা করেন।

এতে মোট ব্যায় ধরা হয়েছে ৫৯ লক্ষ ৪৬ হাজার ৬০০ টাকা। ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ন সচিব) এনামুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের নাটোর জেলা উপ-পরিচালক আশফুল ইসলাম,নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার প্রমুখ।সার্বিক পরিচালনায় ছিলেন,ইউনিয়ন পরিষদ সচিব নজমুল ইসলাম।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …