বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়।

নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়।

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গার ব্রহ্মপুর ইউনিয়নে ন্যায্য মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) পণ্য বিক্রি করা হয়। আজ বুধবার ব্রহ্মপুর বাজারের পাশে মাদ্রাসা মাঠে উক্ত কার্যক্রম শুরু হয়। টিসিবি’র বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করেন ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু। নলডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নে চলমান বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে আজ ব্রহ্মপুরে বিক্রয় পরিচালনা করা হয়।

টিসিবি’র বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি। টিসিবি’র পণ্যসামগ্রীর মধ্যে সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা, খেজুর ১২০ টাকা দরে বিক্রি করা হয়। নাটোরের সিংড়ার মেসার্স সাহা স্টোরের মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে বলে জানা যায়।

মেসার্স সাহা স্টোরের পক্ষে রনি সাহা জানান, নলডাঙ্গা উপজেলাতে চলতি সপ্তাহে সয়াবিন তেল ১০০০ লিটার, চিনি ১০০০ কেজি, খেজুর ৬০কেজি, ছোলা ৫০০ কেজি বরাদ্ধ ছিল। সে হিসেবে আমরা বিক্রয় করছি। তবে পরবর্তী সপ্তাহে এ বরাদ্ধ বাড়তে পারে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …