শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গার বিভিন্ন বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণের ও বিক্রয়ের অভিযোগে পাঁচজন আটক

নলডাঙ্গার বিভিন্ন বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণের ও বিক্রয়ের অভিযোগে পাঁচজন আটক

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষীকুল বাজারে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার বিভিন্ন বাজার থেকে তাদের কম্পিউটার সহ আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ ডিসেম্বর মঙ্গলবার র‌্যাব-৫ সিপিসি ২ এর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার খাজুরা বাজার, চাঁদপুর বাজার ও ঠাকুর লক্ষীকুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রয় করার অভিযোগে খাজুরা গ্রামের মোনায়েম ফকিরের ছেলে মনিরুল ইসলাম (২৭), চাঁদপুর গ্রামের ভূপেন চন্দ্রর ছেলে বিদ্যুৎ কুমার (৩২), আজিজুর রহমানের ছেলে আল- আমিন (২২), কুচকুড়ি গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে শাহিন আলম (৩০) এবং ঠাকুর লক্ষীকোল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ (৩২)কে আটক করে।
এ সময় পর্নোগ্রাফি সংরক্ষণ কাজে ব্যবহৃত পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়। র্যাব আরো জানায় , তারা জব্দকৃত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় “পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …