নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার ০৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাসুদেবপুর শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতন বিদ্যালয় মাঠে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলন স্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি। স্বতস্ফুর্ত ভাবে বিভিন্ন ওয়ার্ড থেকে দলের কয়েক হাজার নেতা-কর্মী দলে দলে এসে সম্মেলনে যোগ দেয়। এতে দলীয় নেতা কর্মীদের স্বতফুর্ত অংশগ্রহন আর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সম্মেলনটি বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে। পরে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেকুল ইসলাম বাদসার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি। প্রধাণ অতিথি বলেন ” ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। যারা নেতৃত্বে আসবে তাদের আবশ্যই দেশপ্রেমিক হতে হবে। আর কোন মাস্তান,সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, রাস্ট্রদ্রোহী কেউ নেতৃত্বে আসবে না, যদি অজান্তে এসেও যায় তাহলে পরে কমিটি থেকে বাদ দেওয়া হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জজ কোর্টের পিপি এ্যাডঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধরণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এড. মালেক শেখ, দপ্তর সম্পাদক শ্রী দিলীপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম হাদু, যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নকুল, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন প্রাং, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ সহ অন্যান্যে নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধরণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি নির্বাচিত করা হয়। ইউনিয়ন কমিটিতে আব্দুস সবুর সেলিম মাস্টার কে সভাপতি ও মীর লোকমান হাকিমকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নির্বাচিত করা হয়।এর আগে পর্যায়ক্রমে ইউনিয়নের ১নং ওয়ার্ডে শাহ নেওয়াজ লিটন সভাপতি ও আবু বক্কর সিদ্দিক সাগর সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে ইব্রাহিম মন্ডল সভাপতি ও জাভেদ মাসুদ সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম সভাপতি ও মারুফ মন্ডল সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডে ইয়াদালি প্রাং সভাপতি ও আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডে ইসমাইল হোসেন সভাপতি ও বিমল কর্মকার সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডে শ্রী গৌরাঙ্গ সভাপতি ও সামছুদ্দিন খাঁ সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ডের শাখাওয়াত সভাপতি ও রমজান আলী সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ডে শইদুল ইসলাম সভাপতি ও হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ডে আজাহার আলী সভাপতি ও মুসলেম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে স্বস্ব ওয়ার্ডের কমিটি নির্বাচিত করা হয়।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …