বিশেষ প্রতিবেদক, নলডাঙ্গাঃ
‘মানবিক প্রচেষ্টায় নাটোর’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে। রবিবার সকাল থেকে দিনব্যাপি সংগঠনটি নলডাঙ্গার বেশ কয়েকটি গ্রামের প্রায় অর্ধশতাধিক মানুষের মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ করোনা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। বিশিষ্ট সমাজসেবক সুবীর বর্ধন মুন এর পৃষ্ঠপোষকতায় ও রায়হান তানভীরসহ একদল সচেতন যুবক এই উদ্যোগে অংশ নেয়।
জানা গেছে, সংগঠনটির ব্যবস্থাপনায় রবিবার সকাল হতে বিকেল পর্যন্ত করোনা ভাইরাসের প্রার্দুভাবে ৪নং পিপরুল ইউনিয়নের ১০টি গ্রামের (ঠাকুরলক্ষীকোল, মদনহাট, সোনারমোড়, কালীগঞ্জ, রায়সিংহপুর, আঁচড়াখালী, পাটুল, বিলযোয়ানী, বাঁশভাগ, শ্যামনগর) সরকারি সুবিধা না পাওয়া কর্মহীন, দুঃস্থ ও অসহায় অর্ধশতাধিক পরিবারের মাঝে সাহায্যসামগ্রী(চাল, ডাল, আলু, মুড়ি, সব্জবি, সাবান ও সচেতনতামূলক লিফলেট) বিতরণ করে, করোনার পাদুর্ভাবের পর এটি তাদের ৩য় দফা বিতরণ।
প্রথম দফায় তারা পৃষ্টপোষকের অর্থায়নে সেনভাগ লক্ষিকোল গ্রামের ১৬০টি বাড়িতে গিয়ে হাত ধোয়ার জন্য সাবান এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
২য় দফায় সংগঠনটি তৌহিদুর রহমান লিটনের অনুদানে একই গ্রামের ৩৫টি পরিবারের মধ্যে ৩ দিনের খাবার বিতরণ করে। খাবার বিতরণকালে সংগঠনের অনান্য সদস্যদের মধ্যে বকুল হোসেন, রমজান আলী ও কামরুলসহ স্থানীয় স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।
এময় উক্ত সংগঠনের চলমান কার্যক্রমকে অব্যাহত রাখতে সামাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে, আর্থিক নয় বরং দ্রব্যসামগ্রী প্রদানের মাধ্যমে তাদের এই সংগঠনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে এবং প্রস্তাবিত এই সংগঠনের চলমান কর্মসূচী সম্পর্কে জানতে “মানবিক প্রচেষ্টায় নাটোর” নামের ফেসবুক পেইজের জয়েন বাটন চেপে সকলকে পাশে থাকার আহ্বান করেছেন সংগঠনটির পৃষ্ঠপোষক সুবীর বর্ধন মুনসহ সকল সদস্য।