নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় আগামীকাল ০২ নভেম্বর বুধবার ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মাধনগর ও খাজুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপিতে শূন্য পদে উপ-নির্বাচনটি ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবারের উপ-নির্বাচনে মাধনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য পদের জন্য ৭ জন ও খাজুরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য পদের জন্য ৪ জন প্রার্থী লড়াই করছেন।
মাধনগর ১নং ওয়ার্ড সদস্য পদে যারা লড়ছেন, আমজাদ হোসেন(টিউবওয়েল) ইকবাল হোসেন(বৈদ্যুতিক পাখা) ফরহাদ হোসেন(মোরগ) মশিউর রহমান(তালা) মোস্তাফিজুর রহমান(আপেল) শহিদুল ইসলাম(ফুটবল) হাফিজুল ইসলাম(লাটিম) খাজুরা
ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য পদে লড়ছেন, উৎপল কুমার মৈত্র(মোরগ) আলেয়া(টিউবওয়েল) ওয়ালিদ হোসেন দেওয়ান(ফুটবল) কাওছার আলী খাঁন (তালা)।
মাধনগর ১নং ওর্যাডে মোট ভোটার সংখ্যা ২১৩১ জন।যার মধ্যে পুরুষ ভোটার ১০৫৪ জন ও নারী ভোটার ১০৭৭ জন।খাজুরা ১নং ওর্য়াডে মোট ভোটার সংখ্যা ১৫৫৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭৮৬ জন ও নারী ভোটার ৭৭২ জন।
উল্লেখ্য, মাধনগর ও খাজুরা দুই ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের সাধারণ ওয়ার্ডের সদস্যদের মৃত্যু জনিত কারনে শুন্য পদের সৃষ্টি হয়। সর্বশেষ ২০২২ সালের ০৫ জানুয়ারি নলডাঙ্গা উপজেলায় ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
