নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থবছরের ৬৩ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।গতকাল দুপুরে উপজেলার খাজুরা ইউপি সচিব সাইফুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।বাজেটে ৫৩ হাজার ৬৮৭ টাকা উদ্বৃত্তের বিপরীতে মোট রাজস্ব উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৬৩ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।
খাজুরা ইউনিয়ন পরিষদ আয়োজনে উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান সোহবার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।অন্যদের আরো বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম,খাজুরা ইউপি সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

আরও দেখুন

রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগ আমাদের স্থায়ী ঠিকানা -পলক

নিজস্ব প্রতিবেদক: নাটোর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, …