নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
রাজশাহী করোনা ইউনিটে মৃত্যু নাটোরের নলডাঙ্গার কলেজ ছাত্র মনির গাজীর স্বাভাবিক প্রক্রিয়ায় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।শনিবার বিকাল সাড়ে ৩ টার উপজেলার মাধনগর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে পারিবাবিক গোরস্থানে দাফন করা হয়।কলেজ ছাত্র মনিরের জানাযায় দূরত্ব বজায় রেখে শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করে।কলেজ ছাত্র মনির গাজীর করোনায় মৃত্যু হয়নি বলে দাবী করেছে তার পরিবার।কলেজ ছাত্র মনির গাজী (১৯) উপজেলার মাধনগর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আলম গাজীর ছেলে ও মাধনগর ডিগ্রী কলেজেল প্রথম বর্ষের ছাত্র।
কলেজ ছাত্র মনির গাজীর চাচা নুর আলম ও স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন জানান,মনির গাজী গত ১৫ এপ্রিল রাতে বাইসাইযোগে আসার সময় অদৃশ্য কিছু দেখে ভয় পায়।এরপর থেকে অসুস্থ্য হয়ে পড়ে।তার পরিবার পরদিন অসুস্থ্য মনিরের চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।সেখানে অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়।পরে সেখানকার চিকিৎসকরা যক্ষা হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে রাখেন।শনিবার ভোরে করোনা ইউনিটে আইসোলেশনে মনির গাজীর মৃত্যু হয়।রাজশাহী করোনা ইউনিট থেকে লাশবাহী গাড়ি করে শনিবার বিকাল পৌনে ৩ টায় মনিরের উপজেলার মাধনগর ইউনিয়নের কাজিপুর গ্রামের বাড়িতে আনা হয়।পরে মনিরের মরদেহ জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।জানাযায় শতাধিক মুসল্লি অংশ গ্রহণ করে।তবে কলেজ মনির গাজীর পরিবার মিডিয়ায় করোনায় মারা গেছে খবর প্রচার করায় ক্ষোভ প্রকাশ করে দুঃখ করেন।
এ ব্যাপরে নাটোর পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব ও জেলার করোনা ইউনিট টিমের অন্যতম চিকিৎসক মাহবুব হোসেন ও সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান,রাজশাহী থেকে বলা হয়েছে কলেজ ছাত্র মনির গাজীর(ব্রেইন ষ্টোক) মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত কারনে মৃত্যু হয়েছে।আগে তার যেহেতু জ্বর সর্দি থাকায় এ জন্য মনির গাজীর নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার পর জানা যাবে।নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি জানান,চিকিৎসকদের সাথে যোগাযোগ করে জানা গেছে মনির গাজীর করোনায় মৃত্যু হয়নি তাই তার স্বাভাবিক প্রক্রিয়ায় অল্প সংখ্যক মুসল্লি নিয়ে জানাযা করে দাফন সম্পন্ন করতে বলা হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …