বৃহস্পতিবার , মার্চ ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গার উন্মুক্ত হালতি বিলে পোনা মাছ অবমুক্তকরণ

নলডাঙ্গার উন্মুক্ত হালতি বিলে পোনা মাছ অবমুক্তকরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা
নাটোরের হালতিবিলে চলতি ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে ৩৭৬ কেজিরুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এসব পোনা মাছ অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার মু. সাকিব আল রাব্বি, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, পিপরুল ইউপি চেয়ারম্যান কলিমুদ্দিন প্রমুখ।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, রাজস্ব খাতের অধীনে জেলায় চলতি অর্থ বছরে মোট দুই হাজার আটশ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলায় মাছের বাৎসরিক উৎপাদন ৫৩ হাজার টন।

আর চলতি অর্থ বছরে সদর উপজেলায় বিভিন্ন জলাশয়ে মোট চারশ’ কেজি ও নলডাঙ্গা উপজেলায় এক লাখ টাকার ৩৭৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হলো।

আরও দেখুন

নন্দীগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে সেনাবাহিনীর গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া …