শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গার ইউএনও’র অবৈধ সুঁতিজাল উচ্ছেদ অব্যাহত

নলডাঙ্গার ইউএনও’র অবৈধ সুঁতিজাল উচ্ছেদ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
নলডাঙ্গার বাসুদেবপুর রেল ব্রিজের নিচে গানা ও জাল দিয়ে পানির প্রবাহ বন্ধ করে সুতি জাল দিয়ে মাছ শিকারের জন্য ইজারা দিয়েছিল স্থানীয় প্রভাবশালীরা। ফলে জমিতে স্থায়ী জলাবন্ধতার শঙ্কায় পড়েছিল স্থানীয় কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়ে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে রেল ব্রিজের নিচে বসানো অবৈধ সুতি জাল উদ্ধার করে জব্দ করেন।

উক্ত কাজের অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০০০/- টাকা জরিমানা দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। পরবর্তীতে ব্যবহৃত গানা, বাঁশ ও জাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়। সুঁতি উচ্ছেদের ফলে ব্রিজের নিচে পানি প্রবাহ স্বাভাবিক হয়। স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

নলডাঙ্গা উপজেলার ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …