রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় ৩ হাজার গাছের চারা বিতরণ করলেন -এমপি রত্না

নলডাঙ্গায় ৩ হাজার গাছের চারা বিতরণ করলেন -এমপি রত্না

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’। স্লোগানকে সামনে রেখে ২০২১ বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি ঘোষণা করেছে সরকার। কারণ গাছ আমাদেরকে জীবনরক্ষাকারী অক্সিজেন দেয় এবং কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে। শুধু তাই নয়, প্রকৃতির ভারসাম্য সহ সকল প্রাকৃতিক দুর্যোগ রোধ করে।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত’ বিনামূল্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভার’ প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন নাটোর নওগাঁ আসনের সংরক্ষিত এম.পি রত্না আহমেদ।

অনুষ্ঠান শেষে এমপি রত্না আহমেদ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে তিন হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, স্থানীয় সমাজ সেবক ইয়াছিন উর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …