সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় হোম সোলার প্যানেল এবং সোলার স্টিক বিতরণ

নলডাঙ্গায় হোম সোলার প্যানেল এবং সোলার স্টিক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গায় ২২টি হোম সোলার প্যানেল এবং ৭টি সোলার স্টিক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে এই সোলার প্যানেল গুলো গ্রহীতাদের মাঝে হস্তান্তর করা হয়। সোলার প্যানেল বিতরণ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম। ২০২০-২১ অর্থবছরের নলডাঙ্গা উপজেলায় বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার তহবিল থেকে এসকল সোলার প্যানেল বিতরণ করা হয়।

বর্তমান সরকারের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার অঙ্গীকার বাস্তবায়নে এই কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যে সকল এলাকায় তারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয়, সেই সকল জায়গায় সোলার বিদ্যুৎ স্থাপন করার অংশ হিসেবে এই সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …