সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি আলীম আটক

নলডাঙ্গায় হেরোইনসহ কুখ্যাত মাদক কারবারি আলীম আটক


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় কুখ্যাত মাদক কারবারি আলীম শেখকে (৪০) হেরোইনসহ গ্রেফতার করেছে, নলডাঙ্গা থানা পুলিশ। মঙ্গরবার(৯ ফ্রেবুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাধনগর থেকে মাদকসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

জানা যায়, নাটোরের নলডাঙ্গার পশ্চিম মাধনগর কাচারিপাড়ার মৃত মকবুল শেখের ছেলে মাদক সম্রাট আলীম শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ইতিপূর্বে সে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পরে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার এসআই মতিউর রহমান, এএসআই শরিফুল ইসলাম, বেশ কয়েকজন কনস্টেবল অভিযান চালিয়ে হেরোইনসহ আলীমকে হাতে নাতে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ৫গ্রাম হেরোইন জব্দ করা হয়।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আলীম শেখকে ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। সকালে তাকে কোর্টে চালান করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …