নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩ জনকে ২৪০০ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার মমিনপুর হাট, বিপ্রবেলঘরিয়া বাজার, সেনভাগ ও হাপানিয়া বাজারের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল রাব্বি জানান, সরকারি আদেশ অমান্য ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩ জনকে ২৪০০ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়াও এসব এলাকায় বেশি জনসমাগম বন্ধ করা হয় এবং যারা অন্য জেলা হতে এসেছে তাদেরকে নিজ বাড়িতে অবস্থান নিশ্চিত করা হয়।
