নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় সরকারি কর্মকর্তার সাথে নেটওয়ার্ক অফ নন-মার্জিনালাইজড কমিউনিটিজ (এনএনএমসি)’র উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুম উপজেলা অ্যাডভোকেসির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি রানা আহমেদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনএনএমসি কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক কালিদাস রায়, পুলিশ উপ পরিদর্শক আবু তাহের সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি মানিক রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন, নলডাঙ্গা অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক বিমল লোহার প্রমূখ।
সভায় বক্তারা আদিবাসী এবং দলিতদের খাস জমিতে বন্দোবস্ত, কৃষি প্রণোদনা, প্রশিক্ষণ সহ সরকারি বিবিধ সুযোগ সুবিধাদিতে অন্তর্ভুক্তিকরণ নিশ্চিতে আলোকপাত করেন। উপজেলা প্রশাসন থেকে সকল সুবিধা নিশ্চিতের আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।