রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় সরকারি আদেশ মানতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নলডাঙ্গায় সরকারি আদেশ মানতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বিশেষ প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় সরকারি আদেশ মানতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাসুদেবপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজারে সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলা রাখার অপরাধে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা দণ্ডাদেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের যে কোন আদেশ লঙ্ঘনকারীকে কঠোর হস্তে দমন করা হবে।

এলাকাবাসীর স্বার্থে নিজের স্বার্থে, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …