শুক্রবার , এপ্রিল ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় সম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি

নলডাঙ্গায় সম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:

নাটোরের নলডাঙ্গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নলডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ হয়।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ। এছাড়া সমাবেশে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, সকল ধর্মের প্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশে বক্তারা, কুমিল্লা ঘটনাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। তারা আরোও বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী ও ১৫ই আগস্টের ঘটনার সঙ্গে জড়িতরা দেশে এ অরাজকতা সৃষ্টি করেছে। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …