নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় সংখ্যালঘুদের ওপর উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা এবং নির্যাতনের দাবীতে মানববন্ধন

নলডাঙ্গায় সংখ্যালঘুদের ওপর উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা এবং নির্যাতনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের নলডাঙ্গায় সংখ্যালঘুদের ওপর উপজেলা ভাইস চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং তাদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ব্রিজ এলাকায় নলডাঙ্গা উপজেলাবাসির আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে দাঁড়ানোর পরেই পুলিশ এসে তাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন করতে বাধা দেয়। পরে সাংবাদিকদের দেখে এবং মানববন্ধনকারীদের দাবীর মুখে ব্যানার ফিরিয়ে দেয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন অমল’ বিমল কুমারসহ ভুক্তভোগীরা। বক্তারা বলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম ও সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে তাদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা সুপ্রিম কোর্টের রায় থাকা সত্বেও তাদের পুকুরে মাছ চাষে বাধা দিচ্ছে এবং জোরপূর্বক পুকুর থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে তাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। 

তারা এই অত্যাচারী আব্দুল আলমি ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও বিচারের দাবী জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম জানান, এই হামলা এবং নির্যাতনের একটি মিথ্যা বানোয়াট মানহানিকর মামলা দায়ের করা হয়েছে এবং আজকে মানববন্ধন করা হলো আমি কোনভাবেই এর সাথে জড়িত নই। ঘটনার দিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করছিলাম। কেন আমাকে এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হল আমি বুঝতে পারছি না।

আরও দেখুন

সিংড়ায় ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় সাবেক ও বর্তমান সাথী, সদস্য এবং দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। …