বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা দিল মঞ্জু মোমেরিয়াল ট্রাষ্ট

নলডাঙ্গায় শ্রেষ্ঠ শিক্ষকদের সংবর্ধনা দিল মঞ্জু মোমেরিয়াল ট্রাষ্ট

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় শ্রেষ্ঠ শিক্ষক দের সংবর্ধনা দিলেন মঞ্জু মেমোরিয়াল ট্রাষ্ট। রোববার বেলা ১২ টার দিকে উপজেলার নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হল রুমে মঞ্জু মেমোরিয়াল ট্রাষ্ট আয়োজনে শ্রেষ্ঠ ৭ জন শিক্ষক ও ট্রূরিজমে স্যোসাল মিডিয়ার গুরুত্বও উপর গবেষণায় বিশেষ অবদানের জন্য একজনসহ মোট ৮ জন কে এ সংবর্ধনা দেয়া হয়।

প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা শারমিন রাজিয়া সুলতানা, মাধ্যমিকের নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মামুনুর-অর-রশিদ, কলেজ পর্যায়ে সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের শ্রেষ্ঠ অধ্যক্ষ আবুল হাসান নুরমোহাম্মাদ, মাদ্রসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান খাজুরা ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ মোশারফ হোসেন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের বিলাশ মৈত্র, শহীদ নজমুল হক সরকারী কলেজের শ্রেষ্ঠ প্রভাষক নাজমুছ সায়দাত বাবু, প্রাথমিকের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ইনতাজ আহমেদ ও ট্রূরিজমে স্যোসাল মিডিয়ার গুরুত্বও উপর গবেষণায় বিশেষ অবদানের জন্য সামিয়া রশিদ নিখাতসহ ৮ জনের হাতে ক্রেষ্ট তুলে দেন মঞ্জু মেমোরিয়াল ট্রাষ্টের প্রধান নির্বাহী আমেরিকা প্রবাসী আনিছার রহমান সিদ্দিকী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিশোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আনছারী, নাটোর সিটি কলেজের প্রভাষক জিয়াউল হক, বিশিষ্ট সমাজ সেবক ইয়াচিন রহমান, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …