বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় শিশু নির্যাতনের অভিযোগে একজন গ্রেফতার

নলডাঙ্গায় শিশু নির্যাতনের অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৭ বছরের শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে জামাল মৃধা (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক উপজেলা মাধনগর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি ফশলি মাঠে শাক তুলতে গেলে পাশের জমিতে কাজ করতে থাকা ওই ব্যাক্তি শিশুটিকে জরিয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয়। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে সব খুলে বলে। এতে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …