রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নলডাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নিপু নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে এক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নির্যাচিত ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছে।

বৃস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযুক্ত নিপুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।উপজেলা বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের এক গ্রামের যৌন নিপীড়নের শিকার স্কুল ছাত্রী (৮) চকপাড়া মাদ্রসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ঘাতক নিপু (২৪) উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের শাহিন কাজির ছেলে। নলডাঙ্গা থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের এক গ্রামে ওই ছাত্রী তাল কুড়াতে গেলে শিশুটিকে নিপু ভুলিয়ে পাশে একটি লেবু বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে।

এসময় শিশু ছাত্রীটির চিৎকারে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করলেও পালিয়ে যায় ঘাতক নিপু। পরে পুলিশে খবর দিলে নিপুকে আটক করে পুলিশ।রাতে যৌন নিপীড়নের শিকার স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইমলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে বিকালে ধর্ষণচেষ্টার অভিযোগে নিপু নামের ওই যুবক কে গ্রেপ্তার করা হয়।বৃস্পতিবার দুপুরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত নিপুকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …