সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নলডাঙ্গায় শিশু ধর্ষণের চেষ্টায় ৩ কিশোর গ্রেপ্তার

নলডাঙ্গায় শিশু ধর্ষণের চেষ্টায় ৩ কিশোর গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(১৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু কন্যার পিতা বাদী হয়ে শনিবার সকালে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। পরে অভিযুক্ত ৩ কিশোর কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। নির্যাতিত শিশুটি কে ডাক্তারী পরীক্ষার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নলডাঙ্গা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শুক্রবার উপজেলার খাজুরা ইউনিয়নে ৮ বছরের শিশু কন্যাকে বাড়িতে রেখে বাবা মা বাহিরে যায়। এ সুযোগে প্রতিবেশী ৩ কিশোর শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। সন্ধ্যায় শিশু কন্যার বাবা মা বাড়িতে ফিরে আসলে শিশু কন্যা সব প্রকাশ করে। পরে ওই শিশু কন্যার মা হটলাইন ৯৯৯ ফোন করলে রাতেই পুলিশ গিয়ে অভিযুক্ত ৩ কিশোর কে আটক করে থানায় নিয়ে আসে। পরে শিশু কন্যার পিতা বাদী হয়ে ৩ কিশোরকে নামে মামলা দায়ের করেন। শনিবার দুপুরে ৩ কিশোর কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …