রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / নলডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের নলডাঙ্গা থানা আয়োজনে বিশেষ আইন শৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে থানা চত্বরে থানা ভারপ্রাপ্তত কর্মকর্তা শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধাান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আলী।

মতবিনিময় সভায় নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আলী আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালন বিষয়ক বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক থাকতে নির্দেশ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ প্রদান করেন। এছাড়া করোনাকালীন সময়ে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারদীয় দুর্গা উৎসব পালনে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উদয় ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সুকুমার সিংহ রায় এবং পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় ভট্টাচার্য্য,সাধারণ সম্পাদক সত্যজিৎ দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …