নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নাটোরের নলডাঙ্গায় দ্বিতীয়দিনে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীর ১৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে নলডাঙ্গা বাজারে দুটি ও মাধনগর বাজারে একটি দোকানে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন পালনে নির্দেশনা দিয়েছে।দ্বিতীয় দিনে নলডাঙ্গা ও মাধনগর বাজারে লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে ব্যবস্য প্রতিষ্ঠান পরিচালনা করছিল।
এসময় নলডাঙ্গা বাজারের নাছিমা এন্টারপ্রাইজ ফ্রিজের দোকানে ৫ হাজার টাকা,পাপন টেলিকম সেন্টারে ১০ হাজার টাকা ও মাধনগরে মুনজুর স্টোরে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপরও যদি কেউ এ লকডাউন অমান্য করে দোকান খোলা রাখে তাহলে আগামীদিনে মোটা অংকের জরিমানাসহ দন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হবে।
আরও দেখুন
নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …