নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় রেললাইনে চারটি আঙ্গুল হারালেন মোঃ আতিক (৩৫) নামের এক যুবক। আজ ১৫ মে রবিবার বিকাল তিনটার দিকে নলডাঙ্গা রেলওয়ে ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। আহত আতিক নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল মহল্লার মৃত অপাত এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল তিনটার দিকে আতিক সড়ক সেতু দিয়ে পার না হয়ে নলডাঙ্গা রেল ব্রিজ পার হচ্ছিলেন। অর্ধেক ব্রিজ যাওয়ার পর লালমনি এক্সপ্রেস ট্রেনটি দেখে রেললাইনের পাতি ধরে রেল ব্রিজের খুঁটিতে নামার চেষ্টা করে। এসময় দ্রুতগতিতে আসা ট্রেনটির চাকা তার হাতের উপর দিয়ে চলে যায়। এতে তার বাম হাতের চারটি আঙ্গুল কেটে পড়ে যায়। বাজারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা বিসমিল্লাহ ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যান। বিসমিল্লাহ ক্লিনিকের ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রধান করেন।
