শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় রেলওয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে এক ব্যক্তি নিহত

নলডাঙ্গায় রেলওয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় বারনই নদীর রেলওয়ে সেতু পার হওয়ার সময় ঢাকাগামী ঈদ স্পেশাল আন্তঃনগর ট্রেনের ধাক্কায় বারনই নদীর পানিতে পড়ে নিখোঁজের ৩ ঘন্টা পর মঈন উদ্দিন প্রামানিক মরু(৫৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার নলডাঙ্গা বারনই নদীর রেলওয়ে সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ৩ ঘন্টা পর রেলওয়ে সেতুর নিচ থেকে রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেন তারা। নিহত ভ্যানচালক মঈন উদ্দিন প্রামানিক মরু উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশন মাষ্টার,থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রোববার বিকালে ভ্যানচালক মঈন উদ্দিন প্রামানিক মরু বারনই নদীর রেলওয়ে সেতু পার হচ্ছিল। এসময় পঞ্চগর হতে ঢাকাগামী আন্তঃনগর ঈদ ষ্পেশাল ট্রেনের ধাক্কায় বারনই নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল কে খবর দেয়।পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার কাজ শুরু করে। পরে রাত ৮টার দিকে বারনই নদীর রেলওয়ে সেতুর নিচ থেকে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেন রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন,সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৮ টার দিকে বারনই নদীর রেলওয়ে সেতুর নিচ থেকে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল। আমাদের পুলিশ ফোর্স তাদের সার্বিক সহযোগিতা করছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কে জানানো হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *