রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় যুব মহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নলডাঙ্গায় যুব মহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, যুব মহিলা লীগের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তারের উদ্যোগে ২০০২ সালের ৬ ই জুলাই প্রতিষ্ঠা হওয়া সংগঠনটির নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে , দলীয় পতাকা উত্তোলন সামাজিক দূরত্ব মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এসময় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এড. আঞ্জুয়ারা পারভীন রত্না, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ডলি বেগম সহ প্রমুখ।

সভায় বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও করোনা মহামারী থেকে পরিত্রাণের জন্য দোয়া করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …