শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহি ট্রলির মুখোমুখি সংঘর্ষ-নিহত ১ আহত ১

নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটবাহি ট্রলির মুখোমুখি সংঘর্ষ-নিহত ১ আহত ১

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের নলডাঙ্গায় যাত্রীবাহী বাস এবং ইট বাহি ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইটবাহি ট্রলির চালক রাজিব হোসেন (৩৫) নিহত হয়েছে। এ সময় ট্রলির হেল্পার রনজু আহত হন। আজ ১১ জানুয়ারি শনিবার সকাল সাতটার দিকে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন নাটোর সদরের তেলকুপি গ্রামের আঃ রাজ্জাকের ছেলে এবং আহত রঞ্জু একই এলাকার আশরাফ আলীর ছেলে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আজ ১১ জানুয়ারি শনিবার সকাল সাতটার দিকে নলডাঙ্গা থেকে একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। একই সময়ে নাটোরের দিক থেকে ইট বোঝাই একটি ট্রলি নলডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে নলডাঙ্গা নাটোর সড়কের বাসুদেবপুর উত্তরপাড়া এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে উভয়ে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চালক এবং হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দুপুর একটার দিকে ট্রলির চালক রাজিব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনার পরপরই বাসের চালক সেখান থেকে পালিয়ে যায়।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …