সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় মেয়রের উপর হামলায় “ম্যাব” এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নলডাঙ্গায় মেয়রের উপর হামলায় “ম্যাব” এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: সম্প্রতি নাটোরের নলডাঙ্গায় মেয়র মনিরুজ্জামান মনিরের উপর হামলার ঘটনায় মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) সংগঠন চরম ক্ষোভ নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছে।

গত মঙ্গলবার (৮আগস্ট) সংগঠনের সভপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক খালিদ হাসান ইয়াদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয় মেয়র মনিরের আবেদন অনুযায়ী গত ৩০ জুলাই স্থানীয় সংসদ সদস্য (নাটোর-২) শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে তার অনুসারীরা মেয়রের উপর হামলা ও ভয় ভীতি প্রদর্শন করে। যা একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর হুমকি ও প্রচলিত আইনের অবজ্ঞা এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের সামিল।

একজন জনপ্রতিনিধি হয়ে অপর জনপ্রতিনিধির প্রতি সন্মান ও পরস্পর সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যাশার কথাও জানায় সংগঠনটি। এছাড়া ভবিষ্যতে সংসদ সদস্যের উপস্থিতিতে তার অনুসারীরা এ ধরনের অপ্রত্যাশিত ও অনভিপ্রেত কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে রাখার প্রত্যাশা করে সংগঠনটি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …