নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় মেয়রের উপর হামলায় “ম্যাব” এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নলডাঙ্গায় মেয়রের উপর হামলায় “ম্যাব” এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: সম্প্রতি নাটোরের নলডাঙ্গায় মেয়র মনিরুজ্জামান মনিরের উপর হামলার ঘটনায় মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) সংগঠন চরম ক্ষোভ নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানিয়েছে।

গত মঙ্গলবার (৮আগস্ট) সংগঠনের সভপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক খালিদ হাসান ইয়াদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয় মেয়র মনিরের আবেদন অনুযায়ী গত ৩০ জুলাই স্থানীয় সংসদ সদস্য (নাটোর-২) শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে তার অনুসারীরা মেয়রের উপর হামলা ও ভয় ভীতি প্রদর্শন করে। যা একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর হুমকি ও প্রচলিত আইনের অবজ্ঞা এবং শান্তি শৃঙ্খলা ভঙ্গের সামিল।

একজন জনপ্রতিনিধি হয়ে অপর জনপ্রতিনিধির প্রতি সন্মান ও পরস্পর সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যাশার কথাও জানায় সংগঠনটি। এছাড়া ভবিষ্যতে সংসদ সদস্যের উপস্থিতিতে তার অনুসারীরা এ ধরনের অপ্রত্যাশিত ও অনভিপ্রেত কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে রাখার প্রত্যাশা করে সংগঠনটি।

আরও দেখুন

 বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে লালপুরে বিএনপির ইফতার মাহফিল

  নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নাটোরের লালপুরে বিশেষ …