নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় এক দোকানিকে চার হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় ভোক্তা অধিকার কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়।
নলডাঙ্গা বাজারে শাহিন ষ্টোরকে মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারা মোতাবেক চার হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও উপজেলার মাধনগর বাজার এলাকায় উপস্থিত ব্যাবসায়ীদের মাঝ মাস্ক বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম। এ ছাড়া সহয়তা প্রদান করেন নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।
পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম।
আরও দেখুন
নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করা হয়েছে। এখন হেমন্তকাল। মাঠ …