নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় এক মুদি দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মেসার্স ঘোষ স্টোর এর পরিচালক দীপ কুমার ঘোষকে মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রয়ের দায়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও একিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। উপজেলা নির্বাহী অফিসার ও এ কিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার নলডাঙ্গা বাজারের মের্সাস ঘোষ ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়।
এসময় এ দোকানে বিভিন্ন খাদ্য দ্রব্য মেয়াদোর্ত্তীণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকান মালিক দ্বীপ কুমারের ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।আর জব্দকৃত খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …