সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গায় ‘মানবতার আলো’ সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

নলডাঙ্গায় ‘মানবতার আলো’ সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গাঃ
নলডাঙ্গায় মানবতার আলো সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করোনা পরিস্থিতি মোকাবেলায় শনিবার নাটোরে নলডাঙ্গা উপজেলাধীন রামশার কাজিপুর, ছোট সিংগা, কাঁশোবাড়িয়া ও দরবেশপুর গ্রামের অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার আলো”। সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষুক, ভ্যানচালক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে ৫ কেজি করে চাউল ও ২ কেজি করে আলু পৌঁছে দেন। একইসাথে তাঁরা গ্রামবাসীকে অতি জরুরী প্রয়োজন ব্যতীত হোম কোয়ারেন্টাইন তথা বাড়িতে অবস্থানের অনুরোধ জানান। সংগঠনের সভাপতি এস এম আরিফুল হক জানান, ইতোপূর্বে পাশ্ববর্তী বিভিন্ন গ্রামে “মানবতার আলো’র পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র ও শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …